Hotline: +8809612120202
চাঁদপুরে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Back to All News

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মে) দুপুর ১২টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডের চেয়ারম্যান ঘাট এলাকায় ইওরোশিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান। তিনি বলেন, আমাদের সংগঠনের সভাপতি সায়েম সোবহান আনভীর আপনাদের যেসব কথা দিয়েছেন, তার সবই তিনি পূরণ করবেন। তবে একটু সময় লাগবে। দীর্ঘ সময়ের এ সংগঠনের অবস্থায় পরিবর্তন আনতে হলে অবশ্যই সময় লাগবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের মধ্যে যারা সদস্য নন, ঢাকার মধ্যে যারা আছেন তাদের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় হবে। সদস্য ছাড়া কেউ জুয়েলারি ব্যবসা করতে পারবেন না।

স্বর্ণের বাজারদর সম্পর্কে তিনি বলেন, দর নিয়ে আমাদের সভাপতির একটি দল কাজ করছে। ছোট, বড় ও সৎ ব্যবসায়ী সবাই মিলে যাতে ব্যবসা করতে পারেন এবং অসৎ ব্যবসায়ীরা যাতে প্রতারণা করতে না পারেন, সে জন্য কাজ করা হচ্ছে। তবে আমাদের একটু সময় দিতে হবে।

স্বর্ণের ল্যাব সম্পর্কে রিপনুল হাসান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। ছোট দোকানের অনেকেই ল্যাব দিয়ে বসেছেন। তাদের আমরা সতর্ক হওয়ার জন্য বলেছি।  

বাজুস চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফার (ফুলমিয়া) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. ইমরান চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. মজিবুর রহমান খান।

বাজুস জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা কমিটির সহ-সভাপতি জয় রাম রায়, সহ-সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক, হাইমচর উপজেলা সভাপতি রিপন স্বর্ণকার, শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক সমির পাল, কচুয়া উপজেলা সভাপতি কিরণ রায়, মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেবনাথ ও মতলব দক্ষিণ উপজেলা সভাপতি অজিত সরকার।


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Anvir new BAJUS President

Anvir new BAJUS President

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১০০৫৫/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৫৯৮/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮২২৭/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮০/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৭২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪৭/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৬৮০২/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১১০/-