Hotline: +8809612120202
মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেফতার হয়নি হামলাকারী
Back to All News

মাদারীপুর শহরের পুরানবাজারের স্বর্ণকারপট্টি এলাকায় মুন্না জমাদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে শনিবার বেলা ১১টার দিকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুই যুবক। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও গ্রেফতার হয়নি হামলাকারী। 

আহতের পরিবারের দাবি, মাদারীপুর শহরের আমিরবাদ এলাকার শিশির খান ও শীতল হাওলাদার পুরানবাজারের স্বর্ণ ব্যবসায়ী মুন্না জমাদ্দারের (জমাদ্দার জুয়েলার্স) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিশির ও শীতল নামে দুই যুবক মুন্না জমাদ্দারের উপর এ হামলা চালায়। এরই মধ্যে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায় মোটরসাইকেল করে দুই যুবক দোকানের সামনে এসে স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে বাইরে বের করে। এরপর একটি ব্যাগে থাকা রামদা বের করে কোপানো শুরু করে। ব্যবসায়ী মুন্না জমাদ্দার আত্মরক্ষায় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ওই দুই যুবক। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও ব্যবসায়ীরা।

আহত মুন্নার বাবা লিটন জমাদ্দার বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হবে, এটা কাম্য নয়। এই ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন হামলাকারী শিতলের বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে।

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ শিকদার বলেন, অভিযুক্ত দুইজনকেই গ্রেফতারের দাবি জানাচ্ছি। তা না হলে জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ করে কঠোর কর্মসূচি দেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনায় দুই পক্ষের লোকজনই থানায় এসেছিল। ঘটনার পর থেকে অভিযুক্তরা পতালক রয়েছে। তাদের ধরতে একাধিক স্থানে অভিযান চালিয়েছি। তবে আহত মুন্নার পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে আমরা আইনগত সব ব্যবস্থা নিব। তারা এখন মামলা করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়নি।


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Anvir new BAJUS President

Anvir new BAJUS President

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১০১৮৫/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭২২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮৩৩৩/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮০/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৭২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪৭/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৬৭০৮/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১১০/-